রাজধানীর ওয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাতালু (২৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, নিহত তাতালু পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। থাকতেন যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। টিকাটুলি সালাউদ্দিন হাসপাতালের সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওয়ারী থানা পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল