কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনা নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।
এছাড়াও নজরুল পরিষদ, কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র, কুমিল্লা শিল্পকলা একাডেমীসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পরে কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কবি জহিরুল হক দুলাল ও কবি পিয়াস মজিদসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/হিমেল