শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সোনিয়া বেগম (২৫) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। রাজধানীর গেণ্ডারিয়ায় আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম জান্নাত (১)।
ঘটনার পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন। গৃহবধূ সোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তারা। সোনিয়ার স্বামী আনোয়ার হোসেন সিকিউরিটি গার্ডের চাকরি করেন। গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে।
আনোয়ার হোসেন জানান, সিজার করে সন্তান হওয়ার পর থেকেই সোনিয়া অসুস্থ ছিল। মানসিকভাবেও সুস্থ ছিল না।
শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে জানিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুর মা সোনিয়া বেগম হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার