বরিশালে ‘তরুণ ও কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষা ও আমাদের করণীয়’ বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তারুণ্যের কণ্ঠস্বর’র আয়োজনে এবং নারী পক্ষ অধিকার এখানে এখনই প্রকল্পের সহযোগিতায় নগরীর গ্র্যান্ড পার্ক হোটেলের বলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের বিভাগীয় সমন্বয়কারী শাকিলা ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালক (প্রোগ্রাম) মো. ফসিউল আহসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ শোহেব ফারুক, বরিশাল জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক উপ-পরিচালক মো. মোকছেদুল ইসলাম, ইউনিসেফ’র বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহম্মদ ও কাওছার পারভীন।
গনশুনানি সভায় বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠীর কণ্ঠস্বর প্লাটফর্ম সমন্বয়কারী সদস্যসহ বিভিন্ন প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন অতিথিবৃন্দ ছাড়াও বিভাগের ৫ জেলার দুই শতাধিক তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম সদস্য অংশ নেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- নারী পক্ষ প্রকল্প সমন্বয়কারী সামিয়া আফরিন। অধিকার এখানে এখনই প্রকল্প সম্পর্কে ধারণামূলক বক্তব্য দেন সারাবান তহুরা জামান।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যক্রমে কিশোর-কিশোরী এবং যুবকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক নীতিমালা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান আয়োজকরা।
গনশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আমাদের সমাজের পরিবারগুলো অনেক সময় কিশোর-কিশোরীদের বয়সজনিত সমস্যার কথা শুনতে অভ্যস্থ নয়। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই সংক্রান্ত পাঠ দান করান না সামাজিকতার ভয়ে। সন্তানদের সাথে যেভাবে কথা বলার প্রয়োজন আমরা সেভাবে তাদের সাথে কথা বলতে পারি না। চিকিৎসকরাও গোপনীয়তা রক্ষা করতে পারেন না।
বিভাগীয় কমিশনার আরও বলেন, আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেয়া হত যেন বিষয়টি খুবই গোপনীয়। এটা সঠিক নয়। শিক্ষার মাধ্যমেই তরুণদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে এবং এই লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম