বরিশালের কীর্তনখোলা নদীর তালতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দের পর ধ্বংস করেছে কোস্টগার্ড। সোমবার বিকেলে অভিযান চালিয়ে জব্দ করা কারেন্ট জাল ওইদিন রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্টগার্ডের দক্ষিণ জোন রসুলপুর ক্যাম্পের ইনচার্জ এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কীর্তনখোলা নদীর তালতলী এলাকায় অভিযান চালিয়ে নতুন প্যাকেটজাত করা প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে জালের মালিকানা কেউ দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, জব্দ করা সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নির্দেশে ওইদিন রাতেই জব্দকৃত কারেন্ট জাল নগরীর রসুলপুর চরে ধ্বংস করা হয়।
এর দুই দিন আগে কোস্টগার্ডের অভিযানে জব্দ আড়াই কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম