গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে আটক করে র্যাব-১ এর সদস্যরা।
গাজীপুরের পোড়াবাড়ী র্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ ১৭ জনকে আটক করা হয়। পরে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোরশেদ খান পাভেললের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন