জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবর্ষে বিশ্বের সর্ববৃহৎ সাইকেল র্যালির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজক কমিটির প্রস্তুতি সভা বুধবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সর্ববৃহৎ সাইকেল র্যালিটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ অন্তর্ভূক্ত করতে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা হতে টুঙ্গিপাড়া পর্যন্ত এ সাইকেল র্যালি বাস্তবায়নে কমিটির সদস্যরা প্রতিমাসে দুইবার অগ্রগতি পর্যালোচনা সভায় মিলিত হবেন এবং এ বিষয়ক প্রচারণার অংশ হিসেবে ১০ সদস্যের সাইক্লিস্ট দল দেশের ৬৪ জেলা পরিভ্রমণ করবেন।
প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত জাহান, কর্মচারি কল্যাণ বোর্ডের উপপরিচালক মু. বিল্লাল হোসেন খান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আলমগীর কবীরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব