রাজধানীর টঙ্গীর তুরাগের ধউর বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
বুধবার সকালে এক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আমজাদ হোসেন (৪৫), মো. বাবুল হোসেন (৪০), মো. উজ্জল মিয়া (২৬) ও মো. আজমল (২৬)। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়।
ডাকাত দলের হামলার শিকার আহত আব্দুল মোমেন জানান, নাটোর জেলা থেকে ২০-২৫ জন ব্যবসায়ী গরু বিক্রির জন্য রাজধানীর রামপুরায় আসেন। শনিবার (১১ আগস্ট) রাতে গরু বিক্রির পর নয় জন নিজ জেলায় ফেরার পথে উত্তরা তুরাগের ধউর এলাকায় পৌঁছালে সড়কের মাঝ পথে ডাকাতদল তাদের ওপর হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে গরু ব্যবসায়ীদের জখম করে। এ সময় আট জন রক্তাক্ত জখম হয়। এসময় ঘটনাস্থলেই কলিম উদ্দিন নামে এক গরু বিক্রেতা নিহত হয়। ব্যবসায়ীদের কাছে থাকা প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। পরে তাদের বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ওই মামলার জের ধরেই র্যাব-১ এর সদস্যরা আশুলিয়া সড়কের ধউর বেরিবাঁধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদের গ্রেফতার করে থানা পুলিশে সোর্পদ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন