‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’ শিরোনামে ব্যানার-পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে খুলনায় ব্যতিক্রমী মানববন্ধন করেছে ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার বিকালে নগরীর শিববাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা ব্লাড ব্যাংকের আহ্বায়ক মো. সালেহউদ্দিন সবুজ।
‘ধর্ষক মুক্ত বাংলাদেশ গড়ো’ ‘ধর্ষকের আবাদ উপড়ে ফেলো’ স্লোগান দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, উন্নয়নকর্মী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে খুলনায় উদ্বেগজনক হারে ধর্ষণের ঘটনা বেড়েছে। খেলার মাঠে, বিয়ে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। আসামিদের দ্রুত বিচার না হওয়ার সংস্কৃতিতে অপরাধ প্রবণতা বাড়ছে। বক্তারা খুলনায় মাদক নির্মূল, শিশুদের জন্য ভয়হীন পরিবেশ তৈরি ও অপরাধীদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন