রাজধানীর রামপুরা থানার একটি মাদক মামলায় তিন ফেন্সিডিল ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. শওকত আলম সাংবাদিকদের জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোশারফ হোসেন খান বাচ্চু, জালাল ও হুমায়ুন কবির ডালিম। তাদের মধ্যে আসামি হুমায়ুন কবির ডালিম রায় ঘোষণার সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া অন্য দুই আসামি মোশাররফ হোসেন খান বাচ্চু ও জালালকে রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৬ ডিসেম্বর রামপুরা থানা এলাকার ২৭৪ নম্বর বাড়ির পিছনের একটি রুম থেকে আসামিদের গ্রেফতার করে র্যাব-৩। এসময় আসামিদের দখল হইতে ৫১৮ বোতল ফেন্সিডিল এবং ৭২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থনায় র্যাব-৩ এর নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে মামলা হয়। পরে ঘটনার তদন্ত করে ২০১৩ সালের ২১ জানুয়ারি রামপুরা থানার এস আই নির্মল কুমার দাস তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম