রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন উন্নয়ন ও সেবা প্রদানকারী সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের চলমান কার্যক্রম ও পরিকল্পনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করে পিছিয়ে পড়া রাজশাহীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীতে উন্নয়ন ও সেবা প্রদানকারী সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূকে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বড় বড় প্রকল্প হাতে নিন। সবাইকে গুণগত মান নিশ্চিত করে কাজ করে যেতে হবে।
মেয়র আরও বলেন, সারাদেশে ব্যাপকভাবে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। যারা সরকারের বিরোধী তারাও উন্নয়নের কথা স্বীকার করেন। দেশের উন্নয়নের তুলনায় রাজশাহী অঞ্চল কিছুটা পিছিয়ে আছে। আমরা রাজশাহীকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প দাখিল করা হয়েছে। আশা করছি প্রধানমন্ত্রী এটি অনুমোদন দেবেন।
করপোরেশনের সচিব আবু হায়াত মো. রহমুতুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক। আলোচনায় অংশ নেন করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর নিযাম উল আযিম, আব্দুল মোমিন, ওয়াসা রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, গণপূর্ত রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নজিবর রহমান, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, নির্বাহী প্রকৌশলী সাহিদুল আলম, গণপূর্ত বিভাগ-২ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহ নেওয়াজ কান্তা, সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা, নেসকোর প্রধান প্রকৌশলী খায়রুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিরিন ইয়াসমিন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন