সুতাসহ তাঁত শিল্পর কাঁচামাল আমদানির জন্য এ পর্যন্ত ৫১টি তাঁত সমিতির অনুকূলে ৪১১ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকার পণ্য আমদানির সুপারিশ প্রদান করেছে।
এসব কাঁচামালের আমদানিতে তাঁতিরা ৫ শতাংশ হারে শুল্ক রেয়াত পাবেন বলেও জানায় মন্ত্রণালয়। তবে সরকারের দেওয়া এসব সুবিধা যাতে প্রকৃত তাঁতিরা ভোগ করতে পারেন সেজন্য মন্ত্রণালয়কে আমদানি সুবিধাপ্রাপ্ত সমিতির কার্যক্রম তদারকির সুপারিশ করা হয়।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মির্জা আজম। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মো. ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল মমিন মন্ডল, খাদিজাতুল আনোয়ার এবং তামান্না নুসরাত (বুবলী) বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জানানো হয় চলতি বছরের জুন মাস পর্যন্ত বাংলাদেশ তাঁত বোর্ডে নিবন্ধিত প্রাথমিক তাঁতি সমিতির সংখ্যা ১৩৪০টি। এর মধ্যে ৫১টি সমিতির অনুকূলে আমদানি সুপারিশ প্রদান করা হয়েছে। এছাড়া বৈঠকে রেশমের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
এছাড়াও বৈঠকে জামালপুর ও মাদারীপুর জেলায় বাস্তবায়নাধীন শেখ হাসিনা নকশী পল্লী, শেখ হাসিনা বিশেষায়িত জুট মিল, শেখ হাসিনা তাঁত পল্লী, শেখ হাসিনা সোনালী আঁশ ভবন, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সোনালী ব্যাগ প্রকল্প ও ভিসকস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিজেএমসি, বিটিএমসি, তাঁতবোর্ড ও বিজেসি এর চেয়ারম্যানগণ, পাট অধিদপ্তর ও বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন