রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে র্যাব-৩। আটককৃতরা হলেন মো. শহীদ (৪৭) ও মো. নায়েব আলী (৩৬)। তারা দুজনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করছে র্যাব।
গতকাল বুধবার রাত ১০টার দিকে হাতিরঝিল এলাকায় একটি সাদা প্রাইভেটকারকে থামিয়ে তাতে তল্লাশি চালায় র্যাব। এ সময় ৫২২ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদ জব্দ করে র্যাব সদস্যরা।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিনা রানী দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ চেকপোস্ট দিয়ে একটি সাদা প্রাইভেটকার দ্রুত গতিতে যেতে থাকলে চালককে থামতে বলে নিরাপত্তারক্ষা বাহিনীর সদস্যরা। কিন্তু তারা নির্দেশ অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে দেয়। এর পর র্যাব-৩'র সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে ও তল্লাশি চালিয়ে ৫২২ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদ আটক করে।
তিনি আরও বলেন, প্রাথমিক র্যাবের জিজ্ঞাসাবাদে তারা এসব মাদক উত্তরায় একটি ক্লাবে নিয়ে যাচ্ছিল বলে জানায়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং আটক ২ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় এ বিষয়ে মাদক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ