কুমিল্লায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রাসেল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময়ে অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে।
বুধবার দিবাগত রাতে জেলার সদর উপজেলাা গোমতী নদীর বেড়ি বাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল একই উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাগবের গ্রামের হারুন মিয়ার ছেলে। এ সময় ঘটনস্থল থেকে একটি পাইপ গান, একটি রামদা ও সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শ্রীপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এমন খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যায় জেলা ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর গুলি চালায়। এ সময়ে পুলিশও গুলি ছোড়ে। এতে মাদক ব্যবসায়ী রাসেল গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিবি’র ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, নিহত রাসেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১০টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব