গাজীপুরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সুজন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। তার বিরুদ্ধে ১১টি মাদকসহ ১৩টি মামলা রয়েছে বলে দাবি করেছে র্যাব।
বুধবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শর্টগান, ওয়ান সুটার গান, কার্তুজ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ সময় র্যাবের এক সদস্যও আহত হয়েছেন।
নিহত সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, র্যাব-১ এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সালনার মোল্লাপাড়া এলাকায় কয়েকজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ খবরে বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ওই টহলদল সেখানে অভিযানে যায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সুজন মিয়া গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে সুজন মিয়াকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থল থেকে ২টি শর্টগান, ২টি ওয়ান স্যুটারগান, ৯ রাউন্ড কার্তুজ এবং ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গোলাগুলির সময় র্যাবের সৈনিক কামরুল ইসলাম আহত হয়েছেন। নিহত সুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১১টি মাদক, একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা।
বিডি-প্রতিদিন/মাহবুব