শিরোনাম
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- বিমান বাহিনীর সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ
- শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে বাসার দরজায় দুদকের নোটিশ
- জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগ: নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
- তত্ত্বাবধায়ক সরকার গঠনে দলগুলোর ঐকমত্য আছে : আলী রীয়াজ
- প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে : আলী রীয়াজ
- গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন
- ভিসা নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
- উল্লাপাড়ার এলংজানি দাখিল মাদ্রাসায় পরপর দুই বছর শতভাগ ফেল
সর্বহারা পরিচয়ে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানকে হুমকি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

এবার সর্বহারা পরিচয়ে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারকে হুমকি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে একটি নম্বর থেকে তাকে এ হুমকি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান নিজেই।
একই দিন (বুধবার) রাজশাহীর এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে হুমকি দেয় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা (এলএমএল লাল পতাকা) দলের নেতা পরিচয়ে একজন। এসময় তার পরিবারকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। গত তিন-চার দিন ধরে অব্যাহতভাবে এ হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীকে।
রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার জানান, বুধবার দুপুরে একটি নম্বর থেকে সর্বহারা পরিচয়ে তাকে একজন ফোন দেয়। ফোন দেওয়ার পর তিনি চাঁদা দাবি করেন। একপর্যায়ে তিনি গালাগালি শুরু করেন। নানারকম হুমকিও দেন।
এদিকে, একই দিন রাজশাহীর এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে হুমকি দেয় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা (এলএমএল লাল পতাকা) দলের নেতা পরিচয়ে একজন। এসময় তার পরিবারকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। গত তিন-চার দিন ধরে অব্যাহতভাবে এ হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীকে। দুপুর পৌনে দুইটার দিকে ০১৯৯৭৪১৬০৪৭ নম্বর থেকে ওই ব্যবসায়ীকে এ হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি ওই ঠিকাদার গণমাধ্যমকর্মীদের এবং নগরীর বোয়ালিয়া থানার ওসিকে জানান।
হুমকি পাওয়া ওই ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ফোন করে নিজেকে সর্বহারা দলের নেতা পরিচয় দিয়ে কথা বলতে শুরু করে। এসময় আমি লাউড স্পীকার দেওয়ার কারণে ফোনের অপরপ্রান্ত থেকে সে বিষয়টি টের পায়। এতে সে উত্তেজিত হয়ে আমাকে নানাভাবে হুমকি দিতে থাকে। একপর্যায়ে আমার পরিবারের সদস্যদেরও দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়। বিষয়টি পরে আমি থানার ওসিকে জানিয়েছি।’
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, একজন ব্যবসায়ীকে মোবাইলে সর্বহারা পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মৌখিকভাবে। তবে সর্বহারাদের তেমন কোনো কার্যক্রম নেই রাজশাহীতে। কাজেই কিছু টাকা হাতিয়ে নিতে ওই ব্যবসায়ীকে এই ধরনের হুমকি দিয়েছে।
নগরীর আরেক ব্যবসায়ী জানান, মোবাইলে গত কয়েকদিন আগে সর্বহারা পরিচয় দিয়ে তার কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। তবে বিষয়টি তিনি কাউকে জানাননি।
এভাবে সম্প্রতি নগরীর অন্তত ৫-৭ জন ব্যবসায়ীকে মোবাইলে সর্বহারা পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয় বলেও নিশ্চিত করেছে একাধিক সূত্র।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে ফোন করে সর্বহারা পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর