বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- বিমান বাহিনীর সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ
- শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে বাসার দরজায় দুদকের নোটিশ
- জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগ: নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
- তত্ত্বাবধায়ক সরকার গঠনে দলগুলোর ঐকমত্য আছে : আলী রীয়াজ
- প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে : আলী রীয়াজ
পাচার হওয়ার দেড় বছর পর পরিবারকে ফিরে পেল রিনা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

দালাল চক্রের খপ্পরে পড়ে বিনা পাসপোর্টে ভারতে পাচার হওয়া রিনা খাতুন (১৯) এক বছর ৪ মাস পর অবশেষে তার পরিবারকে ফিরে পেল। বৃহস্পতিবার বিকালে রাজশাহীর উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ রিনা খাতুনকে তার ১১ মাস বয়সী মেয়ে সন্তানসহ পরিবারের কাছে হস্তান্তর করে। রিনা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাগর মাঝটলা গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।
এসিডি’র শেল্টার হোম সূত্রে জানা গেছে, ভালো বেতনে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভনে পড়ে গত বছরের এপ্রিলে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতের হাওড়া স্টেশনে চলে গিয়েছিল রিনা খাতুন। সে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে চলে গেলেও শেষ পর্যন্ত তার আশ্রয় হয় হাওড়ার ‘লেলুয়া হোমে’। ভারতের মানবাধিকার সংস্থা ‘চাইল্ড লাইন’ এর মাধ্যমে সে ‘লেলুয়া হোম’ এ আশ্রয় পেয়েছিল। এক বছর ৪ মাস সেখানে থাকার পর গত ২০ আগস্ট ভারতের ‘সোশিও লিগ্যাল এইড রিসার্চ অ্যান্ড ট্রেনিট সেন্টার’ রিনাকে ‘রিপ্যাট্রিয়েশন’ এর মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে বলে ‘এসিডি’-কে জানায়। এই তথ্য পেয়ে রিনাকে এসিডি’র জিম্মায় নিতে ওইদিনই (২০ আগস্ট) বেনাপোল থানায় গিয়ে এসিডি’র এক প্রতিনিধি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বেনাপোল থানার মাধ্যমে তাকে রাজশাহীতে এনে এসিডির শেল্টার হোমে রাখা হয়। পরে রিনা তার বাড়ি ও পরিবারের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর এসিডির শেল্টার হোম কর্মকর্তাদের কাছে দিলে তারা সেখানে যোগাযোগ করে।
বৃহস্পতিবার খবর পেয়ে রিনার ছোট ভাই রাজু তাকে নিতে রাজশাহীতে এসিডি’র প্রধান কার্যালয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে এসিডি কর্তৃপক্ষ রিনা ও তার ১১ মাস বয়সী মেয়ে সন্তান রুবিনা খাতুনকে ছোট ভাই রাজুর হাতে তুলে দেয়।
এসিডি’র শেল্টার হোম ম্যানেজার পুষ্প রাণী বিশ্বাস বলেন, ‘ছোটবেলায় রিনার বাবা মারা যাওয়ায় মা সূর্য বানু তার দুই ভাই ও রিনাকে রেখে অন্যত্র বিয়ে করেন। মা অন্যত্র বিয়ে করায় ছোটবেলা থেকেই তারা তিন ভাইবোন ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় থেকে মানুষের বাড়িতে কাজ করত। ২০১৮ সালের শুরুর দিকে কুষ্টিয়ার দৌলতপুরের ইমাদুল শেখ নামে এক ব্যক্তির সঙ্গে রিনার বিয়ে হয়। বিয়ের ২০-২৫ দিনের মাথায় রিনাকে রেখে স্বামী ইমাদুল কৌশলে বাড়িতে চলে গিয়ে স্ত্রী রিনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে গত বছরের এপ্রিলে গর্ভে ৪ মাসের সন্তান নিয়ে রিনা দালালচক্রের খপ্পরে পড়ে বিনা পাসপোর্টে ভারতে পাড়ি জমায়। হাওড়ার ‘লেলুয়া হোমে’ থাকা অবস্থায় গত বছরের ৪ অক্টোবর রিনা একটি কন্যা সন্তান জন্ম দেন। লেলুয়া হোম কর্তৃপক্ষ মেয়ের নাম রাখেন রুবিনা খাতুন। অবশেষে গত ২০ আগস্ট ‘রিপ্যাট্রিয়েশনের’ মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মেয়েকে নিয়ে রিনা দেশে ফিরে এসে এসিডি’র শেল্টার হোমে আশ্রয় নেয়।
এই বিভাগের আরও খবর