হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৪ কার্টন আমদানী নিষিদ্ধ সিগারেট ও ৯৬ পিস মোবাইলসহ ১ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে দুবাই থেকে আগত আবুল কাশেম (৩৯) কে ২৭৪ কার্টন সিগারেট, ৯৬ পিস মোবাইল ও ৪ টি ল্যাপটপসহ আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, আটক আবুল কাশেম কুয়েত এয়ারের একটি বিমানে (কেইউ ২৮৫) ঢাকায় আসেন। তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন। আটক সিগারেট ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এস এস ব্রাউন ব্র্যান্ডের। আটক মোবাইল শাওমির বিভিন্ন মডেলের বলে জানা গেছে। আবুল কাশেমের কাছ থেকে আটক সিগারেট ও মোবাইলের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
আটক আবুল কাশেম ফেনী জেলার ফুলগাজী থানাধীন মনিপুর (আমজাহাট) গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন