কুড়িগ্রামের উলিপুর উপজেলার চাঁদনি বাজার এলাকা থেকে প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। আটক মাইদুল ইসলাম উলিপুর উপজেলার চাঁদনি বাজার এলাকার ফুলবাবুর ছেলে। শুক্রবার বিকেলে রংপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব- ১৩, রংপুর এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মোতাহার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার চাঁদনি বাজার এলাকা থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ মাইদুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল, মেমোরি কার্ড, সিমকার্ড এবং বিকাশের সিমকার্ড উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে উলিপুর থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল