জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জাতীয় পার্টির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চেহলাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল এবং বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম রহমান পারভেজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা রফিকুল ইসলাম গফুর, অ্যাড. আব্দুল জলিল ও রুস্তুম আলী প্রমুখ।এসময় বক্তারা এরশাদের আদর্শ বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভার শেষ পর্যায়ে এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন