রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পুলিশের উপর বোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
আহতরা হচ্ছেন- এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল ((৪০)। বর্তমানে তারা দু'জন ঢামেকে চিকিৎসাধীন।
জানা যায়, আহত দুই পুলিশ সদস্য স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটি সামনে ছিল। একজন পুলিশ সদস্য প্রটেকশনের গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করছিলেন। তখনই বোমা বিস্ফোরণ ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, বিস্ফোরণে কনস্টেবল আমিনুলের হাতের আঙুলে এবং এএসআই শাহাবুদ্দিনের দুই পায়ে আঘাত লেগেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার