রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আজ রবিবার সকালে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলাটির নম্বর-১৩।
মামলার বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. শের আলম গণমাধ্যমকে জানান, দুর্বৃত্তের বোমা নিক্ষেপের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে থানার এসআই মো. আলমগীর হোসেন মজুমদারকে।
মামলার তদন্ত চলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
এর আগে, শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাব মোড়ের পুলিশ বক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত (প্রটেকশন) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন এবং সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম