খুলনার ময়ূর নদীসহ ২৬টি নদী-খালকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও জেলা প্রশাসনের নেতৃত্বে ময়ূর নদীর বুড়ো মৌলভীর দরগা এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
এসময় দু’টি স্কেভেটর দিয়ে নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা, টিন সেড ও সেমি পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ভবনের বর্ধিত অংশ বাড়ির মালিকদের স্বউদ্যোগে ভেঙ্গে ফেলতে দেখা যায়।
অভিযানে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ময়ূর নদী ও ২৬টি খালে যতদিন অবৈধ স্থাপনা থাকবে ততদিন উচ্ছেদ অভিযান চলবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ