বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এই দাবি জানান।
এ সময় তিনি আরও বলেন, আসাম থেকে ১৯ লাখ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ফিরোজ আহমেদ, আলী হায়দার বাবুল, আনোয়ারুল হক তারিন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে বেগম জিয়ার মুক্তি অর্জনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান।
এদিকে বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে তাদের দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল