রাজধানীর বাংলামোটরে বেপরোয়া গতির বাসের চাপায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি বাসচালক মোরশেদ গ্রেফতার হয়েছেন। রবিবার দিনগত রাতে মিরপুরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআইয়ের ঢাকা মহানগরের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. বশির আহমেদ গণমাধ্যমকে জানান, চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে বাসচালক মোরশেদ পলাতক ছিলেন। রবিবার দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মিরপুরের কাজীপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর বাংলামোটর এলাকায় বেপরোয়া গতির বাসের চাপায় এক পা হারান কৃষ্ণা রানী চৌধুরী। তিনি এখন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় বাসের মালিক, চালক মোরশেদ এবং চালকের সহকারীকে অভিযুক্ত করে হাতিরঝিল থানায় মামলা করেছেন কৃষ্ণা রানী চৌধুরীর স্বামী রাধে শ্যাম চৌধুরী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম