বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ৯৮৪
- ভিকারুননিসায় কমেছে জিপিএ-৫, বেড়েছে ফেল
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১২৮৪
- সিঙ্গাপুরের কাছে হেরে হামজা-জামালদের র্যাঙ্কিংয়ে অবনতি
- মার্কিন পরিবহন মন্ত্রীকে নাসার প্রশাসক বানালেন ট্রাম্প
- ১৩৪ প্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী
- ফটিকছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব
- নারায়ণগঞ্জে ৩৫০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে জেলা প্রশাসকের উপহার
- নেস্লে সেরেগ্রো এখন শ্রীলঙ্কায়
- মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ‘আপনি এত সুন্দর ইংরেজি শিখলেন কোথায়?’— লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন
- এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী
- কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০, কমেছে ১৬ শতাংশ
- এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন
- রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩, এগিয়ে মেয়েরা
- ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কিছু কারণ
- গোবিপ্রবিতে ‘গণতন্ত্রের বিকাশে ছাত্র সংসদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সৈনিকরা দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না : বিজিবি মহাপরিচালক
- যেসব কারণে নষ্ট হতে পারে স্মার্টফোন
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিমি যানজটে চরম ভোগান্তি
রাজশাহী সীমান্তে বিএসএফ'র গুলিতে ১০ বাংলাদেশি আহত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে ১০ বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর চর খানপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহতদের দাবি, তারা জমিতে ফসল লাগাচ্ছিলেন। এ সময় ট্রাকে করে বিএসএফ সদস্যরা এসে অতর্কিতভাবে তাদের ওপর শর্টগানের গুলি ছুঁড়তে থাকে।
এ ঘটনায় আহতরা হলেন, খানপুর গ্রামের কৃষক রুবেল (২৫), দুলাল (৪০), সুজন (২৩), রুমন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২), জোটু (৪০), সুরুজ (১৯) এবং সুমন (৩০)। পরে তাদের উদ্ধার করে রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, সকালে তারা বাংলাদেশের সীমানার ভিতরেই জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা ট্রাকে করে এসে তাদের ওপর অতর্কিতভাবে শর্টগানের গুলি ছুঁড়তে শুরু করে। আতঙ্কিত হয়ে তারা দিগ্বিদিক ছুঁটতে শুরু করেন। গুলিতে আহত হন ১০ জন। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভিতরে এসে কৃষি উপকরণগুলো নিয়ে যায়।
রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, শর্টগানের গুলিতে বাংলাদেশি তিনজন কৃষক আহত হওয়ার খবর তাদের কাছে আছে। তবে ১০ জনের বিষয়টি তাদের জানা নেই। আর শর্টগান দিয়ে এলোপাথাড়ি রাবার বুলেট ছোঁড়া হয়েছে বলে তারা শুনেছেন। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিএসএফ তাদের জানিয়েছে যে, সকালে তিন-চারজন বাংলাদেশি ব্যক্তি ঘাস কাটতে কাটতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিলেন। তখন বিএসএফ রাবার বুলেট ছুঁড়লে বাংলাদেশিরা গ্রামে পালিয়ে আসেন। কিন্তু তখনই আবার গ্রামবাসী একত্রিত হয়ে বিএসএফের ওপর হামলা করতে যায়। এ সময় ‘আত্মরক্ষায়’ বিএসএফ রাবার বুলেট ছোঁড়ে। তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান তিনি।
এই বিভাগের আরও খবর