সাভারের আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা জায়নি।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, মধ্যরাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ওই সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় ততক্ষণে গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায়। পরে ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি বলে জানান ফায়ার সার্ভিসের ৪ নম্বর জোন কমান্ডার আনোয়ারুল হক।
বিডি-প্রতিদিন/মাহবুব