কিশোর গ্যাংয়ের কোন্দলেই রাজধানীর মোহাম্মদপুরের স্কুলছাত্র মহসিন (১৬) খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে, বুধবার রাতে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের পাওনিয়ার গলিতে ছুরিকাঘাতে মহসিনসহ ৪ জন আহত হয়। এদের মধ্যে মহসিনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহসিন স্থানীয় চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। মূলত কাটাসুর ভিত্তিক একটি কিশোর গ্যাং বাকবিতণ্ডাকে কেন্দ্র করে চাঁন উদ্যানের একটি কিশোর গ্যাংয়ের ওপর আক্রমণ করে।
বিডি-প্রতিদিন/মাহবুব