জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে ১১ সেপ্টেম্বর বুধবার থেকে কাউন্সিলরদের কার্ড বিতরণ করা হবে।
ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল নির্বাচন পরিচালনা কমিটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অনুষ্ঠিতব্য ষষ্ঠ কাউন্সিলে কাউন্সিলররা আগামী ১১,১২ ও ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্সিলর কার্ড বিতরণ করা হবে।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন