বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দলের অভিযান শেষ হওয়ার পরপরই উর্ধ্বতন আটজন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এসব কর্মকর্তাকে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে বদলি করা নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন বিএমডিএ’র ভারপ্রাপ্ত সচিব মো. আশরাফুল ইসলাম।
যাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তারা হলেন বিএমডিএ’র প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হোদা, ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবুল কাশেম, প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, জয়পুরহাট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) তরিকুল ইসলাম, রাজশাহীর পবা জোনের উপ-সহকারী প্রকৌশলী রাহাত পারভেজ ও দুর্গাপুর জোনের উপ-সহকারী প্রকৌশলী শামসুল আলম।
চেয়ারম্যানের নির্দেশে বিএমডিএ'র সচিব এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা