জাতীয় উদ্যোগের অধীন রেমিডিয়েশন কো-অডিনেশন সেল-আরসিসি-এর মাধ্যমে শতভাগ সংস্কারকৃত গার্মেন্টস কারখানাকে সনদ প্রদান করবে সরকার। শনিবার আশুলিয়ায় কারখানা পরিদর্শন ও কারখানা অধিদফতরের অধীন আরসিসির মাধ্যমে শতভাগ সংস্কারকৃত সবুজ কারখানা ফ্যাশন ডটকম লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম এ কথা জানান।
শ্রম সচিব বলেন, সরকার কারখানা সংস্কারে দেশীয় প্রতিষ্ঠানকে সক্ষম করতে চায়। সংস্কার কাজের মান উন্নয়নের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অত্যাধুনিক যন্ত্রাংশ উদ্যোগ নেয়া হয়েছে। এতে আরসিসি অত্যন্ত সক্ষমতার সাথে সংস্কার কার্যক্রম চালাতে পারবে। সকলকে মিলে বাকি কারখানাগুলোর সংস্কার এগিয়ে নিতে হবে।
সংস্কারকৃত কারখানাগুলো সনদ পাওয়ার যোগ্য হলে দ্রুত সেগুলোকে সনদ প্রদানের ব্যবস্থা করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। কারখানাগুলো সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদ পেলে বিশ্বের নামকরা ক্রেতাদের নিকট থেকে ক্রয় আদেশ পাবেন বলে সচিব আশা প্রকাশ করেন।
এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায় জানান, এক'শ পঁচিশটি চেক লিস্টের মাধ্যমে সংস্কার কাজের গুনগত মান দেখা হয়। বর্তমানে আরসিসির অধীনে এক হাজার সাত'শ পাঁচটি কারখানা সংস্কার কার্যক্রম চলছে। ইতোমধ্যে অ্যাকরড তাদের সংস্কারকৃত এক'শটি কারখানা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের নিকট হস্তান্তর করেছে। আরসিসি কারখানার স্ট্রাকচারাল, ফায়ার এবং ইলেকট্রিক সেইফটিকে প্রাধান্য দেয়।
পরিদর্শনকালে ফ্যাশন ডটকম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খান মইনুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (সেইফটি )কামরুল হাসান ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক আহমেদ বেলালসহ আরসিসি এবং অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরে শ্রম সচিব অ্যাকো্রড এর মাধ্যমে সংস্কার করা আসিসির নিকট হস্তান্তরিত ডেবনিয়ার(Debonair) গ্রুপের ডেবনিয়ার লিঃ এবং অরবিটেক্স নীটওয়্যার কারখানার সংস্কার কার্যক্রম খতিয়ে দেখেন। এসময় ডেবনিয়ার গ্রুপের কর্মকর্তাগন ঊপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম