কুমিল্লায় ১০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠসহ কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে গেছে চালক। জেলার সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া নামক এলাকা থেকে কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়।
ফরেস্ট রেঞ্জ অফিসার মো. তোষাররফ হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের নির্দেশে রবিবার ভোর ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যানকে থামতে সংকেত দেয়া হয়। সংকেত অমান্য করলে বন বিভাগের টহল দল কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে। ৩ কি.মি. সামনে চাষাপাড়া নামক স্থানে এসে চালক মহাসড়কে কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। যার মধ্যে ১০ লক্ষ টাকা মূল্যের প্রায় ৫শ' ঘনফুট সেগুন কাঠ পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/মাহবুব