র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ চত্বর থেকে এ বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম. ফারুক, সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান ও বরিশাল জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল