রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে আহত বিপ্লব ব্যাপারী (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
বিপ্লব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপদি গ্রামের বাচ্চু ব্যাপারীর ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা ১৭ নম্বর রোডের একটি টিনশেড বাসায় থাকতেন পরিবারের সঙ্গে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
জানা যায়, শনিবার রাতে এলাকার ছোট ভাই জীবনকে মারধর করে ডিআইটি প্রজেক্ট এলাকার কয়েকজন যুবক। এর প্রতিবাদ করেন বিপ্লব। পরে রাত সাড়ে ১০টার দিকে বিপ্লব বাড্ডা থানার পেছনে ১৭ নং ডিআইটি প্রজেক্ট এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ওই এলাকার পলাশ, সুমন, বাচ্চু, সায়েমসহ কয়েকজন বিপ্লবকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় বিপ্লবকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়। রবিবার বিকেল থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দাবি করেন, নিহত যুবক মাদকসেবী ছিলেন। মাদকসেবীদের সঙ্গে মারামারিতে তিনি আহত হলে হাসপাতালে তার মৃত্যু হয়। তবে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল