নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পবিত্র আশুরা পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে আছে শোক র্যালি, মিলাদ মাহফিল ও বার্ষিক ওরশ মোবারক।
মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর শিরোইল কলোনী চার নম্বর রোড থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক দিয়ে হযরত তুরকান শাহ (র.) ও শাহ মখদুম (র.) এ মাজারে গিয়ে পৌঁছে। সেখানে তাদের রওজা মোবারকে মোনাজাত শেষে র্যালিটি আবার খাতুনে জান্নাত (রা.) এর দরবারে এসে শেষ হয়।
শোক র্যালিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা। এ র্যালিটি বের করে দরবারে মা খাতুনে জান্নাত (রা. আ.) তরিকায়ে নকশাবন্দী নামের একটি সংগঠন। আরেকটি র্যালি বের করে বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশন।
বিডি-প্রতিদিন/মাহবুব