বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
আওয়ামী লীগ কর্মীর চোখ উপড়ে ফেলার মামলায় ৩ বিএনপি কর্মীর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহীর চারঘাটে মিনারুল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মীর চোখ উপড়ে ফেলার মামলায় তিন বিএনপি কর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চারঘাট উপজেলার শাহিন, ফারুক ও মানিক। রায়ে শাহিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর ফারুক ও মানিককে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল কর্মসূচির সময় আসামি শাহিন ও ১৬ জন বিএনপি-জামায়াত কর্মীসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন ব্যক্তি বামনদীঘি বাজারে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। আওয়ামী লীগ কর্মী মিনারুল ওই বাজারে ঢুকলেই আসামিরা চারদিক থেকে ঘিরে মারধর করতে থাকে। এ সময় আসামি শাহিন ধারালো রামদা দিয়ে মিনারুলের কপালে আঘাত করলে মিনারুলের একটি চোখ নষ্ট হয়ে যায়। মিনারুলকে আশেপাশের লোকজন প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। পরে ইনফেকশন হওয়ার শঙ্কায় তার ওই চোখ তুলে ফেলতে হয়। এ ঘটনায় শাহিনসহ বিএনপি-জামায়াতের ১৬ জনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ মে মামলাটিতে আসামি শাহিনসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে সাজা ভোগের জন্য জেলা কারাগারে পাঠানো হয়।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আহসান হাবিব রঞ্জু এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট হযরত আলী।
এই বিভাগের আরও খবর