Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৫৫

আরও দু’টি ক্যাসিনোতে র‌্যাবের অভিযান

অনলাইন ডেস্ক

আরও দু’টি ক্যাসিনোতে র‌্যাবের অভিযান

রাজধানীর ফকিরাপুল এলাকায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীন ‘ইয়ংমেন্স ফকিরেরপুল’ ক্লাবের ক্যাসিনো ছাড়াও বনানী এবং গুলিস্তানের আরও দু’টি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাতে এসব অভিযান চালানো হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর মধ্যে বনানীর আহম্মেদ টাওয়ারে অবস্থিত গোল্ডেন ঢাকা বাংলাদেশ নামক ক্যাসিনোটি সিলগালা করে দেওয়া হয়েছে।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফি বুলবুল গণমাধ্যমকে বলেন, গুলিস্তানের ওয়ান্ডারার্স ক্লাব ক্যাসিনোতে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে ক্যাসিনো থেকে সবাই পালিয়ে যায়।

তিনি বলেন, ওই ক্যাসিনো থেকে মাদক, জালটাকা ও বিপুল পরিমান নগদ টাকা ও ক্যাসিনোর সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। 

পরে ক্যাসিনোটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য