নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় একটি জঙ্গি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টা বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়ির আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
বাড়িটি বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের। সকাল সাড়ে ৯টার দিকে বাসাটি থেকে তিন জনকে আটক করা হয়। এরা হলো জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি, ২৭, রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২), রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩)।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।