২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫০

ফতুল্লায় অভিযান; বাড়ির ভেতরে পাঠানো হয়েছে রোবট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় অভিযান; বাড়ির ভেতরে পাঠানো হয়েছে রোবট

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকার সেই জঙ্গি বাড়িতে রিমোট নিয়ন্ত্রিত রোবট পাঠানো হয়েছে। এদিকে বাড়িটি থেকে আটক তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযানে যোগ দেয়ার জন্য এরইমধ্যে রওনা হয়েছে বোম ডিসপোজাল ইউনিট। তারা এলেই মূল অভিযান শুরু হবে।

জঙ্গি আস্তানা সন্দেহ ঘিরে রাখা বাড়িটি বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীনের। সকাল সাড়ে ৯টার দিকে বাসাটি থেকে আটক করা হয় জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি, ২৭, রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিককে (২৩)।

এর আগে সোমবার সকাল ৭টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়ির আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ির আশেপাশে উৎসক জনতার ভিড়। এছাড়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও ঘটনাস্থলে অবস্থান করছেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর