২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৭

ফতুল্লার সেই বাড়িটিতে বিস্ফোরক দ্রব্য রয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লার সেই বাড়িটিতে বিস্ফোরক দ্রব্য রয়েছে

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকার সেই জঙ্গি বাড়িতে বিস্ফোরক দ্রব্য রয়েছে। এর আগে যেসব বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে জঙ্গি হামলা হয়েছে তার সঙ্গে এসব বিস্ফোরক দ্রব্যের মিল রয়েছে। ওই বাড়িতে রিমোট নিয়ন্ত্রিত রোবট পাঠানোর পর এ তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন ঢাকা কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম।

জঙ্গি আস্তানা সন্দেহ ঘিরে রাখা বাড়িটি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার জয়নাল আবেদীনের। সকাল সাড়ে ৯টার দিকে বাসাটি থেকে আটক করা হয় জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি, ২৭, রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিককে (২৩)। আটক তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার সকাল ৭টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়ির আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ির আশেপাশে উৎসক জনতার ভিড়। এছাড়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও ঘটনাস্থলে অবস্থান করছেন।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর