কুমিল্লার জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেছেন, বহির্গমন ও বৈদেশিক মুদ্রা আয়ে সারা দেশে পথিকৃত কুমিল্লা জেলা। তবে এ জেলাতেও অনেকই আছেন যারা বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। অনেকে স্বল্প প্রশিক্ষণে এবং মৌখিক চুক্তিতে বিভিন্ন দেশে গিয়ে প্রতারিত হয়েছেন। তাদেরসহ সকলের উদ্দেশ্য একটাই কথা আপনি আপনার বহির্গমন সম্পর্কে সচেতন হোন, দক্ষতা ও যোগ্যতায় অনন্য হোন তাহলে আর কেউ দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হবেন না।
মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্ট (সিসিডিএ) এবং রিফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট কুমিল্লার আয়োজনে সোশাল এ্যান্ড ইকোনমিক এক্সক্লুশন এ্যান্ড মাইগ্রেশন (এসইউএম) প্রকল্প অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সভা-সেমিনার করে জনসচেতনতা বৃদ্ধি করা যায় না। সকলে নিজের প্রয়োজনে সচেতন হবেন। দক্ষতা অর্জন করে বহির্গমন করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোস্তফা কায়জারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমুল হাসান, এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ (রামরু) কুমিল্লার ইউনিট এর প্রকল্প কর্মসূূচি পরিচালক মেরিনা সুলতানা, সিসিডিএর আদমপুর শাখা ব্যবস্থাপক মো: মাসুদ আলম ও কৃষি-পরিবেশ সংগঠক মতিন সৈকত।
বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে দেশে আসা কয়েকজন নারী উন্মুক্ত আলোচনায় তাদের উপর নির্যাতনের বিষয়টি উপস্থাপন করেন।
বিডি প্রতিদিন/হিমেল