রাজধানীর হাতিরপুলে র্যাবেরর গুলিতে এক ছিনতাইকারি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন হাসান নামে অপর একজন।
র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে হাতিরপুল স্ট্যান্ডপ্লাজার সামনে মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারি একটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় র্যাব-৩ এর সদস্যরা তাদের প্রতিরোধ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক ছিনতাইকারি পালিয়ে গেলেও র্যাবের গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
তিনি আরও জানানা, এসময় আহত হন হাসান নামে অপর একজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ছিনতাকারিদের ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ