দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বেলা পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে জাতীয়বাদী শ্রমিক দল। হয়।
এতে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা, শ্রমিক নেতা গাজী বুরহান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে তারা খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব