বরিশালে বিভাগীয় পর্যায়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১১টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম।
ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এমডি আব্দুস ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশি ক্রীড়া সাফল্য লাভ করে। শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। ভালো খেলোয়ারদের তিনি ফ্লাট-প্লটসহ নানাভাবে পুরস্কৃত করেন।
তিনি আরো বলেন, খেলেয়ারদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেও মাঠে চলে যান। শেখ হাসিনা এখন শুধু দেশের নয়, তিনি বিশ্বের বিস্ময়।
আজ থেকে শুরু হওয়া বালক ও বালিকা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে বিভাগের ৬টি করে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৯ সেপ্টেম্বর বরিশালে বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমেদ জানান, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দল জাতীয় পর্যায়ে অন্যান্য বিভাগীয় দলের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। তাদের মধ্যে থেকে ৪০ জন বালক ও ৪০ জন বালিকাকে বাছাই করে এক বছর মেয়াদে দেশী-বিদেশী কোচ দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া ৪০জন বালকের মধ্য থেকে বাছাইকৃত ৫ জনকে ব্রাজিলে ফুটবলের উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।
উদ্বোধনের পরই সকালে বরিশাল ও ঝালকাঠী বালিকা দল এবং বিকেলে একই মাঠে বরিশাল ও ঝালকাঠী জেলা বালক দলের খেলা আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল