রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আটরশিয়া এলাকার মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৬) এবং মরদোনা এলাকার আব্দুল লতিফের ছেলে ইসমাইল (২৭)। মঙ্গলবার দিবাগত রাতে মহানগরীর সিটি বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল এবং ইসমাইলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব