ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের গত নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।
বুধবার তাবিথ আউয়ালের কারওয়ান বাজারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টি, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। নির্বাচনের বেশ আগে প্রস্তুতিমূলক এমন বৈঠক নিয়ে দলে প্রশংসা থাকলেও কেউ কেউ সমালোচনাও করেছেন। কারণ বৈঠকে এমন কিছু নেতা উপস্থিত ছিলেন যাদের বিরুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুর উপর হামলা করার অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত