বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, রাজনীতিবিদরা মানুষের জন্য রাজনীতি করে, নিজেদের জন্য রাজনীতি করে না। কিন্তু আওয়ামী লীগ সেটা করতে ব্যর্থ হয়েছে। গুটি কয়েক দিনের ঘটনায় তাদের বিভিন্ন নেতার বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় সেটা প্রমাণ হয়ে যায়।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি’র দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা প্রমুখ।
ড. আব্দুল মঈন খান আরো বলেন, সরকার একটি নতুন নীতি গ্রহণ করেছে, বাংলাদেশে বিদেশিদের জন্য ক্যাসিনো চালু করবে। আর এটা করলে দেশের মানুষ ধ্বংস হয়ে যাবে। যে ঘটনা নিয়ে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের তোলপাড় শুরু হয়েছে সেখানে সরকার কিভাবে বিদেশিদের জন্য ক্যাসিনো করার ঘোষণা করে?
তিনি আরও বলেন, বিদেশিদের জন্য ক্যাসিনো চালু করা হলে সেই ক্যাসিনোতে আমার দেশের জনগণ যে জড়াবে না তার নিশ্চয়তা কে দিবে? বিদেশিরা আমার দেশের জনগণের চরিত্র যে হরণ করবে না তার নিশ্চয়তা কে দেবে? আমি দোষ করলে দোষ আর বিদেশিরা দোষ করলে দোষ নয় কেন? আর যদি বিদেশিরা দোষ করলে দোষ হয় তাহলে বিদেশিদের জন্য এদেশে কেন ক্যাসিনো চালু করা হবে?
মইন খান আরো বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি। এজন্য খালেদা জিয়াকে বন্দি করে রাখা সত্ত্বেও নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার