খুলনা মহানগরীতে ইঞ্জিন চালিত রিকশা চলাচলে অনুমতি প্রদানের দাবিতে আন্দোলন শুরু করেছে রিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে রিকশা চলাচল বন্ধ রেখে তারা মানববন্ধন ও ধর্মঘট শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়েছে স্বল্প দূরত্বে রিকশায় যাতায়াতকারী যাত্রীরা।
জানা যায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী ১ অক্টোবর থেকে খুলনা মহানগরীতে ইঞ্জিন চালিত রিকশা নিষিদ্ধ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এরই মধ্যে নিজ উদ্যোগে রিকশা থেকে ইঞ্জিন খুলে ফেলতে মাইকিং করা হচ্ছে।
তবে ইঞ্জিন চালিত রিকশা ও ভ্যান চলাচলের বৈধতার দাবিতে এরই মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে দৌলতপুর রিকশা ও ভ্যান চালক ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি: নং-৮০)। একই সাথে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর পিকচার প্যালেস মোড়ে কয়েক হাজার চালক অবস্থান নিয়ে নগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ প্রত্যাহারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব