রাজশাহীর পবার হরিপুরে প্রতিবন্ধী নারীকে (২৪) ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ধর্ষণ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
নগরীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বুধবার গভীর রাতে ওই প্রতিবন্ধী নারী ধর্ষক হিসেবে আসাদুল ইসলামকে (২৫) শনাক্ত করেছে। এছাড়া আরও চারজন হলেন দুখু মিয়া (৩৫), সজিব (২০), সাকিম আলী (২০) ও বাইরুল ইসলামকে (৩২) এই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় খালাতো ভাই আলামিন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
হরিপুরের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান বাদল বলেন, গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা এই এলাকায় গরুর রাখাল হিসেবে কাজ করে। ঘটনার পরে স্থানীয়রা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
বিডি-প্রতিদিন/মাহবুব