খুলনায় বাতিল হওয়া পাটপণ্যের ওজনে কারচুপি করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় খালিশপুর জুট মিলের ব্যবস্থাপক (উৎপাদন) মো. লিয়াকত হোসেনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, খুলনার প্লাটিনাম জুবলি জুট মিলস্ লিমিটেড’র ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে পালনকালে লিয়াকত হোসেন মিলের ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাট পন্য) ওজন বেশি দেখিয়ে অনুমোদিত ঘাটতির তুলনায় বেশি ঘাটতি দেখিয়ে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৬ সালের ৯ ডিসেম্বর খালিশপুর থানায় মামলা করে দুদক (জিআর-৪০/১৬)।
মামলার অন্য আসামিরা হচ্ছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) মো. জাহাঙ্গীর হোসেন ও বিজেএমসি আঞ্চলিক কার্যালয় খুলনার ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভূঁইয়া। এরই মধ্যে এই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুদক।
বিডি-প্রতিদিন/শফিক